চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালিত হচ্ছে দোল উৎসব

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালিত হচ্ছে দোল উৎসব

নিজস্ব সংবাদদাতাঃ চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন করা হচ্ছে৷ শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়। সন্ন্যাসী মহারাজরা ঢোল-করতাল বাজিয়ে আবির নিয়ে উষা কীর্তন গেয়ে মন্দির প্রদক্ষিণ করেন। সবশেষে মিষ্টিমুখ করেন। করোনা আবহে এবারও দোল উৎসবে বেলুড় মঠে ভক্ত ও সাধারণের প্রবেশ নিষেধ। শুধুমাত্র স্থানীয় কয়েকজন দোল উৎসবে যোগ দেন।