নিউজ ডেস্কঃ ঝাড়গ্রামঃ শুক্রবার দোল ও বসন্ত উৎসব। তাই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছোলাবেড়িয়া সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে সার্বজনীন দোল ও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ওই উৎসবের উদ্বোধন করলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ ও ব্লকের বিডিও রথীন বিশ্বাস, গোপীবল্লভপুরের সি আই মুকুল মিঞা, অনুপ মাহাত সহ অন্যান্যরা। তাদেরকে পুষ্পস্তবক ব্যাজ পরিয়ে বরণ করে নেন ওই ক্লাবের সদস্যরা। দোল বসন্ত উৎসবের সূচনা করে গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাত বলেন , "করোনা পরিস্থিতির জন্য মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি । করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মানুষ আনন্দ-উৎসবে মেতে উঠেছে।" তা সত্ত্বেও তিনি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একে অপরকে নিয়ে আনন্দ উপভোগ করার আহ্বান জানান। এদিন উপস্থিত থেকে কমল কান্ত রাউৎ বক্তব্য রাখতে গিয়ে বলেন, " এতো সুন্দর একটা অনুষ্ঠানের সূচনা করেছে ছোলাবেড়িয়া সবুজ সংঘ ক্লাব ও গ্রামবাসীরা, তাই তাদেরকে ধন্যবাদ জানাই।বসন্তের সময় ছোলাবেড়িয়া এলাকায় দাঁড়িয়ে মনে হচ্ছে এটা বৃন্দাবনের মতো একটা জায়গা।" সেইসঙ্গে তিনি ক্লাবের সদস্যদের ও গ্রামবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ওই উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এই উৎসব চলবে আগামী ছয় দিন। এবং প্রতিদিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।