দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১০/১ অঞ্চলের ঝাঁজিয়াতে ডেবরা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস এবং কাজিচক অঙ্গীকার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বসন্ত উৎসব আয়োজিত হলো বৃহস্পতিবার। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ডুঁয়া ১০/১ অঞ্চলের প্রধান সন্তু মন্ডল,১০/১ অঞ্চলের যুব সভাপতি শেখ নইম ইসলাম সহ সংগঠনের অনান্য নেতৃত্বরা।
/)