নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের এন্টারটেইনমেন্ট কুইন রাখি সাওয়ান্ত। তার বিনোদনের ধামাকা তাকে সদ্য 'এন্টারটেইনমেন্ট অফ দ্যা ইয়ারে'র খেতাব এনে দিয়েছে। এবার রাখি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি রান্নার বাসনপত্র নিয়ে বেলি ডান্স করছেন। দেখেনিন সেই ভিডিও-