অভিষেককে বারবার তলব করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, দাবি ব্রাত্য বসুর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অভিষেককে বারবার তলব করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, দাবি ব্রাত্য বসুর

নিজস্ব সংবাদদাতাঃ কয়লাকাণ্ডে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তলব করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। আর কেন্দ্রীয় সংস্থার সেই পদক্ষেপ আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতায় রাজনৈতিক প্রতিহিংসার ছায়া দেখছে তৃণমূল কংগ্রেস। তাঁর দাবি, উত্তর প্রদেশে নির্বাচনে বিজেপির সাফল্যের পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে। ব্রাত্য বসুর আরও অভিযোগ, বিজেপির অনেক নেতাই এই সব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে। তা জেনেও তাঁদের অনেককেই ডাকা হচ্ছে না। এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলি জেনেশুনে কোনও কাজ করছে না দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা চলছে বলেও দাবি করেছেন ব্রাত্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। বিজেপি এক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি করে ব্রাত্য বলেন, এর জন্যে তাদের পস্তাতে হবে।