তিন বছরের শিশুর অস্ত্রোপচারে সাফল্যের নজির গড়লেন চিকিৎসকরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তিন বছরের শিশুর অস্ত্রোপচারে সাফল্যের নজির গড়লেন চিকিৎসকরা

নিজস্ব সংবাদদাতাঃ খেলতে গিয়েই ভয়ঙ্কর বিপদ ঘটাল ছোট্ট শিশু। তবে বরাত জোরে কোনও মতে রক্ষা করা গেল তাকে। গলায় পেরেক বিঁধে যাওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে বিপদমুক্ত হয় সে। শিলিগুড়ি ডাঙিপাড়া এলাকার ঘটনা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রে খবর, বুধবার খেলা করতে গিয়ে কোনও ভাবে একটি পেরেক গিলে ফেলে শিশুটি। সঙ্গে-সঙ্গে কাশি শুরু হয় তার। সঙ্গে শ্বাসকষ্টও। পরিবারের সদস্যরা জানতে পারার সঙ্গে-সঙ্গে দেরি করেনি। রাতেই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মেডিকেল কলেজে। ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা এক্স-রে করে পেরেকটির অবস্থান দেখে নেয়। এরপর বৃহস্পতিবার সকালে বাচ্চাটির জটিল অস্ত্রোপচার করে সাত চিকিৎসকের একটি দল। তাঁদের কঠোর পরিশ্রমের ফলে অবশেষে বিপদমুক্ত হয় শিশুটি। চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসলে শিশুটির বয়স কম। এদিকে, অস্ত্রোপচারও জটিল ছিল। তবে সম্মিলিত চিকিৎসার পর আপাতত বিপদমুক্ত শিশুটি। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।