নিজস্ব প্রতিনিধি-সামাজিক ভাতা ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিএসআর জওয়ানদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বেড়ে ৬০ বছর করা। শিক্ষাক্ষেত্রে গতবারের তুলনায় এবার বাজেটে ২০.৬৬% বেশি বরাদ্দ হয়েছে। সুবর্ণজয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা নামে নতুন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়। ত্রিপুরা রাজের ফায়ারম্যানদের কিট এলাউন্স দেওয়া হবে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করা হবে। ১৩টি মহিলা স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র স্থাপন করা হবে।