নিজস্ব সংবাদদাতাঃ ২০২০ সালে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে ভারত ও চিনের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা এখনও চলছে। তবে বিরোধ মেটাতে এবার এগিয়ে এল চিন। ভারতের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হল বেজিংয়ের তরফে। প্রথম ধাপ হিসাবে চলতি মাসেই ভারত সফরে আসতে পারেন চিনের স্টেট কাউন্সিলর তথা বিদেশমন্ত্রী ওয়াং ই। পরবর্তী ধাপে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও চিনে যেতে পারেন। এমনটাই সূত্রের খবর।