নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব বাজারে চড়া অশোধিত তেলের মাসুল যে এ ভাবে গুনতে হবে, ভাবেনি দেশের বিমান শিল্প। বুধবার এক লাফে তাদের জ্বালানি এটিএফের দাম বেড়েছে ১৮ শতাংশ। যার ফলে নজিরবিহীন ভাবে কলকাতায় বিমান জ্বালানির এক কিলোলিটার এর খরচ দাঁড়িয়েছে ১,১৪,৯৭৯.৭০ টাকা।