নিজস্ব সংবাদদাতাঃ ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। এ রাজ্যে সরাসরি প্রভাব না পড়লেও, প্রচুর জলীয় বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী কয়েকদিন গরম বাড়বে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় বাড়বে অস্বস্তিও। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।