জেনে নিন দোল পূর্ণিমার পূর্ণ তিথি এবং প্রতিপদ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জেনে নিন দোল পূর্ণিমার পূর্ণ তিথি এবং প্রতিপদ


নিজস্ব সংবাদদাতাঃ ১৭ মার্চ দুপুর থেকে ১৮ মার্চ ১২ টা ৫২ মিনিট পর্যন্ত থাকছে দোল পূর্ণিমার তিথি। এরপর শুরু হবে প্রতিপদ। এই প্রতিপদের সময় ১৯ মার্চ দুপুর ১২ টা ১৩ মিনিট পর্যন্ত থাকবে। রঙের হোলির জন্য ১৮ মার্চকে অনেকেই শুভ বলে ধরে নেয়। আবার অনেকেই ১৯ মার্চ হোলি খেলতে উদ্যত হচ্ছেন। ফলে ১৮ ও ১৯ দুই দিনই রয়েছে হোলি-দিবস!