নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের অন্যতম সেরা গায়িকা নেহা ভাসিন। সম্প্রতি 'বিগ বস ১৫' এবং 'বিগ বস ওটিটি'তে দেখা গিয়েছে তাকে। 'বিগ বসে'র দৌলতে ভক্তদের মধ্যে বেশ চর্চায় রয়েছেন তিনি। এবার নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নেহা ভাসিন। যেখানে ক্যাপশনে তিনি শুধুমাত্র ভালোবাসার ইমোজি দিয়েছেন। দেখেনিন সেই পোস্ট-