নিজস্ব সংবাদদাতাঃ এবার কেন্দ্রের কাছে দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করার আর্জি জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। রায়পুরের একটি মলে সমস্ত বিধায়ককে তিনি ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, 'পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু হওয়ার পরে, এর অর্ধেক অংশ কেন্দ্রের কাছে চলে যায়। কেন্দ্রের উচিত এই ছবিটিকে দেশে করমুক্ত ঘোষণা করা।'