ফের একাধিক ট্রেন চালু করার সিদ্ধান্ত বাংলাদেশের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের একাধিক ট্রেন চালু করার সিদ্ধান্ত বাংলাদেশের

হাবিবুর রহমান, ঢাকাঃ আগামী মাস থেকে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনকে লিখিভাবে জানানো হয়েছে। চিঠিতে ঢাকা থেকে কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস, খুলনা থেকে কলকাতা চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ও ঢাকা থেকে জলপাইগুড়ি চলাচল করতে যাওয়া মিতালী এক্সপ্রেস চালুর কথা বলা হয়েছে। 

করোনা মহামারির প্রকোপ কমে আসায় এবং বাংলাদেশে করোনার টিকা দেয়ার মাত্রা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছায় এখন ভারতের সঙ্গে স্বাভাবিক চলাচল শুরু করতে চায় বাংলাদেশ রেলওয়ে। ভারত-বাংলাদেশের মধ্যে মালবাহী ট্রেন চালু থাকলেও আগামি মাসেই মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুরোদমে চালু হবে। ভারত-বাংলাদেশের যাত্রীদের কথা চিন্তা করে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে সন্মানিত যাত্রীরা আগামী মাস থেকে এসব ট্রেনে ভারত ও বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন। 

করোনা ভাইরাসের কারণে এরআগে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী এসব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশর রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী।