নিজস্ব সংবাদদাতাঃ বুধবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরতদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে পড়ুয়াদের যাতে পড়াশোনার সমস্যা না হয় তার জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রদের এখানে পড়ার ব্যবস্থা হবে। সরকারি মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করতে দেওয়া হবে। তাঁদের জন্য স্টাইপেন্ডেরও ব্যবস্থা করতে হবে। চতুর্থ ও পঞ্চম বর্ষের জন্য মেডিকেল কাউন্সিলে চিঠি লেখা হবে। এছাড়া প্রথম, দ্বিতীয় বর্ষের জন্য অফলাইন পড়ার ব্যবস্থা করা যেতে পারে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে। মেডিকেল কমিশন অনুমতি দিলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। রাজ্য সরকার যে রেট পায় সেই রেটেই এদের ভর্তির ব্যবস্থা করা হবে। ছাত্রদের কোনও বাড়তি টাকা দিতে হবে না। রাজ্য সরকার স্কলারশিপ হিসেবে অর্ধেক টাকা দেবে। এ বিষয়ে ন্যাশনাল মেডিকেল আপত্তি করলে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবো।'