নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি জানেন কীভাবে সরকার গুপ্তচর সংস্থা চালায় কিংবা গোপন অভিযান পরিচালনা করে? রাজ্যের সুপার স্পাই মাস্টার এবং পুলিশের প্রাক্তন মহাপরিচালক, নপারাজিৎ মুখার্জি তার বইতে এই ধরনের অপারেশনগুলির দৃষ্টান্ত তুলে ধরেছেন।
এই বইতে বেশকিছু ঊর্ধ্বতন পুলিশ অফিসার নিজেদের পরিচয় দিয়ে তাঁদের অভিজ্ঞতা স্মরণ করেছেন। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ, এডিজি ইন্টেলিজেন্স, এনকে সিং, শিক্ষাবিদ সুরঞ্জন দাস, ডিজি রেলওয়ে অধীর শর্মা।