নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বমঞ্চে ক্রমশ একঘরে হচ্ছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই সমালোচনায় সরব হয়েছিল আমেরিকা, ব্রিটেন সহ একাধিক পশ্চিমী দেশ। মঙ্গলবার মার্কিন সেনেটের তরফে সর্বসম্মতিক্রমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সমালোচনা করা হয় এবং তাকে যুদ্ধাপরাধী-এর তকমা দেওয়া হয়।