৪১ হাজার যান, দূষণ নিয়ন্ত্রণে মাথায় হাত প্রশাসনের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
৪১ হাজার যান, দূষণ নিয়ন্ত্রণে মাথায় হাত প্রশাসনের


নিজস্ব সংবাদদাতাঃ ধোঁয়া-দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র থাকা শুধু বাধ্যতামূলকই নয়, বরং সেই শংসাপত্র বৈধ কি না, তার পরীক্ষার উপরে বার বার জোর দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, একাধিক বার প্রচারের পরেও বহু গাড়ির দূষণ নিয়ন্ত্রণের বৈধ শংসাপত্র থাকছে না। আবার, বহু গাড়ি সংশ্লিষ্ট শংসাপত্র দেখাতেই পারেনি। সব মিলিয়ে এই সংখ্যাটা প্রায় ৪১ হাজারের কাছাকাছি। যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের।