নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার অংশীদারদের 'সত্যিকার অর্থেই বিশ্বাস করে' এবং '১০০ শতাংশ নিশ্চিত' যে মঙ্গলবার কিয়েভে পোলিশ, চেক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। কিয়েভে দেয়া ভাষণে জেলেনস্কি পোলিশ প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইস্কি, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা এবং চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালাকে ইউক্রেনকে তাদের "বিস্ময়কর সমর্থনের" জন্য ধন্যবাদ জানান, যখন "আরও অনেক রাষ্ট্রদূত পূর্ণ মাত্রায় রুশ আগ্রাসনের কারণে ইউক্রেন ত্যাগ করেছেন।"