কাউন্সিল অব ইউরোপ থেকে সরে দাঁড়াল রাশিয়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কাউন্সিল অব ইউরোপ থেকে সরে দাঁড়াল রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ  ১৫ মার্চ থেকে ফ্রান্সের স্ট্রাসবুর্গে অবস্থিত মানবাধিকার পর্যবেক্ষক কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়া নিজেদের প্রত্যাহার করে নেবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে ন্যাটো এবং ইইউ সদস্যরা কাউন্সিল অব ইউরোপকে "রাশিয়া-বিরোধী নীতির হাতিয়ারে" পরিণত করছে। বিবৃতিতে বলা হয়, ১৫ মার্চ কাউন্সিল অব ইউরোপের সেক্রেটারি জেনারেল মারিজা পেজুচিনোভিচ বুরিচকে প্রত্যাহারের নোটিশ দেওয়া হয়েছে।