ঘাটাল মহকুমার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হল জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঘাটাল মহকুমার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হল জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে



দ্বিগবিজয় মাহালীঃ আজ সন্ধ্যায় ঘাটাল শহরের টাউন হলে মহকুমার ৫ টি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নেতা, কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সারেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত সহ জেলা নেতারা।এরপরই সাংবাদিক সম্মেলন করে ৫ টি পৌরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণার কথা থাকলেও তা এড়িয়ে এক একটি পৌরসভাকে ধরে তাদের হাতে সেই পৌরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নাম জানিয়ে দেওয়া হয়।ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার মধ্যে রয়েছে ঘাটাল,খড়ার,চন্দ্রকোনা,ক্ষীরপাই ও রামজীবনপুর।ঘাটাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুহিন কান্তি বেরা,ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অজিত দে।খড়ার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সন্ন্যাসী দোলই,ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পূর্বা ভুঁইয়্যা।অপরদিকে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতিমা পাত্র,ভাইস চেয়ারম্যান করা হয়েছে মেনকা ধাড়াকে।এদিকে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন দূর্গাশঙ্কর পান এবং ভাইস চেয়ারম্যান হলেন আলপনা পাত্র।দূর্গাশঙ্কর পান বাম আমলে ক্ষীরপাই পৌরসভার দায়িত্ব সামলেছেন পরে তিনি তৃণমূলে যোগ দিলে তারউপরেই ক্ষীরপাই পৌরসভার দায়িত্বভার দিয়ে এসেছে তৃণমূল,এবারও তার ব্যতিক্রম হলনা।মহকুমার অপর একটি পৌরসভা রামজীবনপুরে চেয়ারম্যান করা হয়েছে কল্যাণ তেওয়ারিকে এবং ভাইস চেয়ারম্যান করা হয়েছে শিউলি সিং ভট্টাচার্যকে।উল্লেখ্য,ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার মধ্যে ৩ টি বিরোধী শুন্য,২ টি পৌরসভার ১ টিতে একজন নির্দল জয়ী হয় এবং আর একটিতে ২ টি ওয়ার্ডে দুজন বিজেপি প্রার্থী জয়ী হয়।এবার ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার মধ্যে ৩ টিতে চেয়ারম্যান হিসাবে পুরনোদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে।