নিজস্ব সংবাদদাতাঃ ১৬ মার্চ, বুধবার থেকে শুরু হচ্ছে করোনা টিকাকরণের নতুন অধ্যায়। এবার টিকা দেওয়া হবে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের। ইতিমধ্যেই ৮৮ হাজার ডোজ কর্বেভ্য়াক্স এসে গিয়েছে পুরনিগমে। স্বাস্থ্য দফতরের সবুজ সঙ্কেতও মিলেছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার ৩৭ টি ভ্যাকসিন সেন্টারকে কাজে লাগাবে পুরনিগম কর্তৃপক্ষ। রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে কো- ভ্যাকসিন এবং কর্বেভ্য়াক্স একসঙ্গে দেওয়া যাবে না, একই সেন্টার থেকে।