নিজস্ব সংবাদদাতাঃ আনিস খান মৃত্যুকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জেরে এবার সজাগ প্রশাসন। নবান্ন সূত্রে খবর, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে। উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে সিভিক ভলান্টিয়ারদের নাম উঠে আসছে। তাদের যথাযথ প্রশিক্ষিত করতে হবে। পাশাপাশি হাওড়া এবং ব্যারাকপুর – এই দুই পুলিশ জেলা খুব স্পর্শকাতর। মঙ্গলবারে নবান্ন বৈঠকে দুই জেলারই পুলিশ সুপারদের বিশেষভাবে সতর্ক করে দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।