নবীন শেখরাপ্পার দেহ ভারতে পাঠানোর জন্য অধ্যাবসায়ের সঙ্গে কাজ করছে দূতাবাস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নবীন শেখরাপ্পার দেহ ভারতে পাঠানোর জন্য অধ্যাবসায়ের সঙ্গে কাজ করছে দূতাবাস

নিজস্ব সংবাদদাতা : খারকিভে মৃত্যু হয়েছে ভারতের নবীন শেখরাপ্পা জ্ঞানগৌড়মের। তিনি খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার দেহ দেশে পাঠানোর জন্য অধ্যাবসায়ের সঙ্গে কাজ করছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। দুঃখ প্রকাশ করে রাজ্যসভায় এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও বলেন, 'কিয়েভ থেকে বের হওয়ার পথে আরেক ভারতীয় হরজোত সিং বুলেটে আহত হয়েছেন। কিয়েভ থেকে পোলিশ সীমান্তে যাতায়াতের ব্যবস্থা করা তার চিকিৎসার খরচ বহন করা হয়। পোল্যান্ডে আমাদের মিশন দ্বারা ব্যবস্থা করা একজন ডাক্তারের সাথে তাকে আইএএফ ফ্লাইটে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল।'