নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে নীতীশ কুমারের বিদ্বেষমূলক মন্তব্যকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুতে নীতীশ কুমারকে এক হাত নিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, 'বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিধানসভার তত্ত্বাবধায়ককে (স্পিকার) নির্দেশ দিয়ে বিধানসভায় গণতন্ত্রকে হত্যা করার কাজ করেছেন। স্পিকারের দিকে আঙুল তোলা এবং সংবিধান সম্পর্কে শিক্ষা দেওয়া গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর আজই সংসদে ক্ষমা চাওয়া উচিত।'