ঝালদা শুট আউট ঘটনার 24 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও অক্ষম পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঝালদা শুট আউট ঘটনার 24 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও অক্ষম পুলিশ

নিউজ ডেস্কঃ পুরুলিয়া : ঝালদা শুট আউট ঘটনার 24 ঘণ্টা পেরিয়ে যাওয়া সত্ত্বেও ঝালদা থানার পুলিশ ঘটনার কিনারা খুঁজে বের করতে অক্ষম। পুলিশের ভূমিকার শুধুই মাত্র বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করা। জেলার পুলিশ সুপার বলেন তদন্ত চলছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন করেছেন মৃত্যু ব্যক্তির পরিবার জন, পরিবারের পক্ষ থেকে দাবি তোলেন পুলিশ সমস্ত বিষয়টি জানেন, দোষীদের রক্ষা করার জন্য পুলিশেই রক্ষাকবজ, তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, অবিলম্বে আমাদের দাবি সিবিআই তদন্তের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার 12 ঘন্টার পুরুলিয়া জেলা বন্ধের ডাক দেই কংগ্রেস দল। এরেই পাশাপাশি দেশের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে, মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন ধরনের অসুবিধার সম্মুখিন না হতে হয়, সে দিকেও নজর রাখিবে পুরুলিয়া জেলার সমস্ত অঞ্চলের কংগ্রেস নেতা - নেত্রী ও কর্মীরা। নিহত তপন কান্দুরের দেহ গ্রামে আসিতেই শোকের ছায়া নেমে আসে, আশেপাশে গ্রামের বহু সংখ্যক মানুষ শোকাহত হন। কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, জেলা সভাপতি নেপাল মাহাতো সহ একাধিক কংগ্রেস কর্মী পুষ্প দিয়ে শুট আউট ঘটনায় নিহত কংগ্রেস কর্মীকে শ্রদ্ধা জানাই।