স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন দিবস উদযাপন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন দিবস উদযাপন


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ
প্রতি বছরের মতো এ বছরও স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় নগেন্দ্র নাথ সেনের ১২০ তম আবির্ভাব দিবস উদযাপন হলো মঙ্গলবার। এদিন সকালে ডেবরার আলোককেন্দ্র এলাকায় স্কুল পড়ুয়ারা সহ স্থানীয় মানুষজন এক বর্নাঢ্য শোভাযাত্রা করে নগেন্দ্রনাথ সেনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এদিন নগেন্দ্রনাথ সেনের জীবনীর উপর একটি গবেষনা মূলক ঐতিহাসিক গ্রস্থ প্রকাশ করা হয়। ১৯২০ সালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়াশুনা চলাকালীন গান্ধীর আদর্শে অনুপ্রানিত হয়ে অহিংসা ও অসহযোগ আন্দোলনে তিনি অংশগ্রহন করেন। সেই সময় তিনি ব্রিটিশ পুলিশের হাতে বহু বার নিগৃহীত হয়েছিলেন এবং জেলও খেটেছিলেন।বর্তমানে যেখানে ডেবরা কলেজ সেখানে একটি রাজদরবার অনুষ্ঠিত হয় এবং সেখানে তাকে দোষী সাবস্ত করা হয়। কারণ তিনি ব্রিটিশ পতাকাকে স্যালুট জানাতে অস্বীকার করেছিলেন। তাই তাকে বন্দীও করা হয়েছিল। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহন করেছিলেন। এবং লবণ সত্যাগ্রহ আন্দোলনেও অংশগ্রহন করেছিলেন। এলাকায় তিনি পোস্ট অফিস, সমিতি,বিদ্যালয় সহ বিভিন্ন কর্মে নিজেকে নিযুক্ত করেছিলেন। তিনি জানিয়ে গিয়েছিলেন তার বাস্তু ভিটে বা অনান্য ক্ষেত্রে যেন কোনো রকম সরকারী সহযোগিতা না নেওয়া হয়। নির্বাচনেও দাঁড়ানোর প্রস্তাব এসেছিল।কিন্তু তাতেও তিনি রাজী হয়নি।মৃত্যু কালীন বয়স ছিল ৮৯। জন্ম ১৯০২ সাল। মৃত্যু সাল ১৯৮৯। তাই আজকের দিনে বিভিন্ন সাহিত্যিক,শিক্ষক,স্থানীয় মানুষজন জমায়েত হয়ে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে এই দিনটি পালন করেন।