ঋষভ-এর প্রশংসায় রোহিত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঋষভ-এর প্রশংসায় রোহিত


নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে থাকা টেস্ট ম্যাচও ভারত জিতে নিয়েছে অনায়াসে। তাও আবার মাত্র আড়াই দিনে ২৩৮ রানের পার্থক্যে ম্যাচ ছিনিয়ে নিয়েছে ভারত। ২-০ তে ম্যাচ জিতল ভারত। এই ম্যাচে ঋষভ পন্থের অনেক বড় ভূমিকা রয়েছে। ঋষভের বিষয়ে রোহিত বলেন, “আমরা জানি ও কী রকম ব্যাট করে। আমরা শুধু ওকে ব্যাট করার স্বাধীনতাটুকু দিয়েছি ওযেভাবে ব্যাট করতে চায় সেইভাবে। খেলার তৎক্ষণাৎ পরিস্থিতিটাও মাথায় রাখতে হয়েছে। কিন্তু আমরা ওর খেলার পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিলাম।”