মুক্তি পেল রানওয়ে ৩৪-র উত্তেজনাময় টিজার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুক্তি পেল রানওয়ে ৩৪-র উত্তেজনাময় টিজার

নিজস্ব প্রতিনিধি -রানওয়ে ৩৪-র টিজার আউট! সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অজয় ​​দেবগন এবং রাকুল প্রীত সিং।ছবির টিজার ভিডিওটি প্রতিশ্রুতি দেয় যে সিনেমাটি ডার্ক এবং রোমাঞ্চকর হতে চলেছে।দেবগন টিজারটি উন্মোচন করতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "সত্যটি মাটি থেকে ৩৫,০০০ ফুট উপরে লুকিয়ে আছে। এখন #রানওয়ে ৩৪-এর টিজারের অভিজ্ঞতা নিন।" মুভিতে অঙ্গিরা ধর এবং আকাঙ্কা সিংকেও দেখা যাবে। ২৯এপ্রিল, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।