নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ফের একবার সেনা জঙ্গি সংঘর্ষে অশান্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। এদিন জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অবন্তীপোড়ার ছারসু এলাকায় কয়েকজন জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। যদিও এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ, সিআরপিএফ ও সেনার যৌথ দল ছারসু এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করার পরে এই গুলির লড়াই শুরু হয়।