নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ মানসিক অবসাদে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী অঞ্চলের জঙ্গল কুরচি গ্রামে দরিদ্র পরিবারের মুকুন্দ প্রামানিক নামে এক ব্যক্তি বিষ খেয়ে পাঁচ দিন ভর্তি ছিলেন ভাঙাগড় গ্রামীন হাসপাতালে। পাঁচ দিন চিকিৎসার পর রবিবার রাতে হাসপাতালে মারা যান ওই ব্যক্তি। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ। পুলিশ সূত্রে জানা যায় আজ সোমবার সাঁকরাইল থানার পুলিশ ওই মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নিয়ে যায়। এবং ময়না তদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এলাকাজুড়ে শোকের ছায়া।