টেস্টে জেতার পর কী বললেন ঋশভ?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
টেস্টে জেতার পর কী বললেন ঋশভ?


নিজস্ব সংবাদদাতাঃ এবারে আড়াই দিনে টেস্ট ম্যাচে জয় ছিনিয়ে আনল ভারত। সিরিজের সেরাও হয়েছেন ঋশভ। কিন্তু জয় ছিনিয়ে আনার পর ঋশভ বলেন, “যোগ্য বলেই হয়তো আমাকে সিরিজের সেরা বাছা হয়েছে। এক জন ক্রিকেটার হিসেবে সব সময়ই আগের থেকে উন্নত হতে চাইব। কিছু ভুল হয়ত করছি। কিন্তু উন্নতি করার চেষ্টা করছি। মানসিকতার পরিবর্তন হয়েছে।”