অশ্বিনের প্রশংসায় রোহিত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অশ্বিনের প্রশংসায় রোহিত


নিজস্ব সংবাদদাতাঃ চিন্নাস্বামীর বুকে অনেক বড় জয় ছিনিয়ে এনেছে ভারত। তারই সঙ্গে আজ অশ্বিন ৪৪২টি উইকেট নিয়েছে। তাঁর প্রসঙ্গে দলনেতা রোহিত শর্মা বলেন, “যখনই ওকে বল দিই, ও ম্যাচ জেতানোর মতো পারফর্ম করে। এখনও অনেক বছর খেলা বাকি ওর। আমাদের সামনে অনেক কঠিন খেলা রয়েছে। আশা করি মানসিক ভাবেও ও খুব ভাল জায়গায় রয়েছে। ফলে আগামিদিনে ওর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখতেই পারি।”