নিজস্ব সংবাদদাতাঃ আজ চিন্নাস্বামীর বুকে ডেল স্টেন-র রেকর্ডও ভেঙে দিয়েছে অশ্বিন। কিন্তু ম্যাচ জেতার পর ও এত বড় রেকর্ড গড়ার পর অশ্বিন বলেন, “এই ম্যাচে কী কীর্তি গড়তে পারি, সেটা নিয়ে কখনও ভাবিনি। ব্যাপারটা কঠিন ছিল, কারণ লাল বলের ম্যাচ খেলার পর এখানে এসেছিলাম। এই বলের আচরণ সম্পূর্ণ অন্য রকম। তাই নিজের স্পেল উপভোগ করার দিকেই নজর দিয়েছিলাম।”