১০ শতাংশ বেড়েছে সয়াবিন তেলের দাম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
১০ শতাংশ বেড়েছে সয়াবিন তেলের দাম

নিজস্ব সংবাদদাতাঃ ভারত যে দুই দেশ থেকে প্রচুর পরিমাণে সূর্যমুখী তেল আমদানি করে, সেই দুটি দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধেছে। ফলে ওই দুই দেশ থেকে সূর্যমুখী তেলের আমদানি ঘিরে আশঙ্কার কালো মেঘ জমেছে। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবে তেল উৎপাদকরা। রুশ ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে সূর্যমুখী তেলের আমদানি বাধাপ্রাপ্ত হয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিমত, যুদ্ধ যদি শেষও হয়ে যায়, তাহলেও  অবিলম্বে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, যুদ্ধের প্রভাব দুই দেশের সূর্যমুখী চাষের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চলবে। কাজেই উৎপাদন কম হওয়ায় সূর্যমুখী তেল আমদানি নিয়ে ভবিষ্যতেও সংকট বহাল থাকবে।