নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতীয় অর্থনীতি এবং অস্ত্র আমদানির ক্ষেত্রে যে বড় প্রভাব ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। রাশিয়া থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে এ বার আর আমেরিকার নিষেধাজ্ঞার কোপ যে কাটানো যাবে না তা-ও আর অস্পষ্ট নয়। এই অবস্থায় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর এবং স্বাবলম্বী হওয়ার দিকে জোর দিয়েছেন তিনি। জানিয়েছেন, অস্ত্র উৎপাদনের প্রশ্নে আত্মনির্ভর হওয়ার জন্য যাবতীয় প্রয়াস শুরু করে দিতে হবে।