দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরে দলীয় কর্মসূচিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বিজেপির দলীয় কর্মসূচি এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের একাধিক কর্মসূচিতে এসে চরম বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী আসার আগে থেকে গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের একদল কর্মী। সঙ্গে একই জায়গায় বিজেপি কর্মীরা জড়ো হয়ে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকেন। স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপ্রকার নাকানিচোবানি খেতে হয় গোপীবল্লভপুর থানার পুলিশ কর্মীদের। শেষে শুভেন্দু অধিকারী হাতিবাড়ি মোড়ে শ্রী পাট গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা রসিকানন্দ মহাপ্রভুর মূর্তিতে মালা দিতে আসার সময় কালো পতাকা দেখিয়ে স্লোগান তুলতে থাকেন তৃণমূলের কর্মীরা। পরে শুভেন্দু অধিকারী স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসানো গোপীবল্লভপুর বাজারে প্রায় ৮৪ টি পথ বাতির উদ্বোধন করে একটি বেসরকারি গেষ্ট হাউসে বিজেপির প্রয়াত দুই নেতা নগেন সিং এবং পূর্ণচন্দ্র ঘোষ-এর স্মরণসভায় যোগ দেন। স্মরণসভায় তাকে ঘিরে গোপীবল্লভপুর বাজারে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখানো নিয়ে বলতে গিয়ে বলেন, 'আমাকে খোঁচাতে গেলে কী হয় এরা ভালো ভাবে জানে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাই আজকে সন্ধ্যায় এসেছি, আগামী কিছুদিনের মধ্যে আবার এখানে দিনের বেলায় আসব। সেদিন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক নিয়ে এই গোপীবল্লভপুরে মিছিল করব।'