বিএএফটিএ এর পক্ষে লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিএএফটিএ এর পক্ষে লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি -২০২২ এর ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস রবিবার, ১৩ই মার্চ লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়েছিল। বিএএফটিএ( BAFTA) এর ৭৫ তম বার্ষিকীতে রিবেল উইলসন হোস্ট করেছিলেন। ২০০৬ সালে,বিএএফটিএ  ফিল্ম, গেমস এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যারা প্রয়াত হয়েছেন তাদের স্বীকৃতি দেওয়ার জন্য ইন মেমোরি অফ নামে একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করে।এ বছর লতা মঙ্গেশকরও সেই তালিকায় স্থান পেয়েছেন। এবং তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এই বছরের ফেব্রুয়ারিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা।