প্রশিক্ষণের স্বার্থে ঘোড়া কিনছে কলকাতা পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রশিক্ষণের স্বার্থে ঘোড়া কিনছে কলকাতা পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ  রাজ্য পুলিশ সূত্রের খবর, ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে প্রশিক্ষণের জন্য এখন মাত্র ৩০টি ঘোড়াই সম্বল। এই অবস্থায় প্রশিক্ষণ মসৃণ ভাবে চালাতে হলে ওই কলেজে ঘোড়ার সংখ্যা না-বাড়ালেই নয়। অন্তত ২১টি ঘোড়া কেনার প্রস্তাব জমা দিয়েছেন রাজ্য পুলিশ। কলকাতা পুলিশ নিজেদের ঘোড়সওয়ার বাহিনীর জন্য কয়েক বছর আগে ১১টি ঘোড়া কিনেছিল। এ বার সেই পথে এগোচ্ছে রাজ্য পুলিশও। 







আনুষ্ঠানিক ভাবে কাজে যোগদানের আগে বিভিন্ন স্তরের পুলিশ অফিসারদের অশ্বারোহণের প্রশিক্ষণ বাধ্যতামূলক। সাব-ইনস্পেক্টর থেকে ডিএসপি পর্যন্ত সকলকেই ওই প্রশিক্ষণ নিতে হয়। সেই সব অফিসারের প্রশিক্ষণের কাজ অব্যাহত রাখতেই পুলিশ ট্রেনিং কলেজে ঘোড়ার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং কলেজে ৪৫০ জন সাব-ইনস্পেক্টরের প্রশিক্ষণ চলছে। এত জনের প্রশিক্ষণের জন্য মাত্র ৩০টি ঘোড়া যথেষ্ট নয় বলে পুলিশি সূত্রের খবর।