কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া!

নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কার্যত দুরমুশ হয়ে গিয়েছে কংগ্রেস। বৃহস্পতিবারে সেই লজ্জার হারের পর রবিবাসরীয় বিকেলে বৈঠকে বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। বৈঠক শুরুর আগে থেকেই জল্পনা ছড়িয়েছিল, হারের দায় নিজেদের কাঁধে নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন গান্ধী পরিবারের তিন সদস্যই। এমনকী সোনিয়া গান্ধীর পরবর্তী মুখ হিসেবে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিকের নামও উঠে আসছিল। শোনা যাচ্ছিল, এই মুকুল ওয়াসনিককেই নাকি চাইছেন জি-২৩ গোষ্ঠীর নেতারা। কিন্তু সূত্রের খবর, জি-২৩ গোষ্ঠীর নেতারা রবিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রায় শিথিল ছিলেন। সোনিয়া গান্ধী বৈঠকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ওয়ার্কিং কমিটির সদস্যরা সবাই তা প্রত্যাখান করেছেন। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জানিয়েছেন, "কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীই আমাদের নেতৃত্ব দেবেন এবং পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। তাঁর নেতৃত্বের উপর আমাদের আস্থা রয়েছে।"  সূত্রের খবর, বক্তৃতায় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন, “দল যদি মনে করে আমরা তিনজনই পদত্যাগ করতে প্রস্তুত।”