নিজস্ব সংবাদদাতা : ইন্দোর, গোন্দিয়া ও হায়দরাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবার উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই রুটে বিমান পরিচালনা করবে ফ্লাইবিগ এয়ারলাইন্স। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, 'বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক (এমওসিএ), এই জাতীয় এলাকায় ছোট বিমান এবং হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে একটি নীতির উপর কাজ করছে। আমরা চাই যে আমাদের নীতির সাহায্যে আঞ্চলিক বিমান সংযোগ বাড়বে এবং দূরবর্তী অঞ্চলে পৌঁছাতে হবে। এবং এর জন্য, ছোট প্লেন এবং হেলিকপ্টার ব্যবহারের জন্য একটি নীতি তৈরি করা হচ্ছে। ইন্দোর গত ৮ মাসে ২১ টি শহরের সাথে সংযুক্ত হয়েছে, সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ৩০৮ থেকে ৪৪৫ টি হয়েছে।'' কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, 'বর্তমানে মধ্যপ্রদেশ থেকে ইন্দোর-দুবাই রুটে শুধুমাত্র একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়।' মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও কার্যত অনুষ্ঠানে অংশ নেন। মারাঠি ভাষায় কথা বলতে গিয়ে, চৌহান বলেন, 'ইন্দোর-গোন্দিয়া-হায়দরাবাদ ফ্লাইটটি তাঁর জন্য বিশেষ ছিল কারণ তিনি গোন্দিয়ার জামাই৷'