নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ রবিবার ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষদিন। এদিন বইমেলার সাফল্য নিয়ে সাংবাদিক সম্মেলন করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সভাপতি শুধাংশুশেখর দে। উপস্থিত ছিলেন ভারতে স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া। এই সাংবাদিক সম্মেলন থেকেই জানিয়ে দেওয়া হল, ২০২৩ সালের কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, এবারের বইমেলায় শনিবার পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়েছে।