নিজস্ব সংবাদদাতাঃ মৌখিক বা ওরাল সেক্সে আগ্রহী? কিন্তু কীভাবে করবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। ওরাল সেক্স আনন্দদায়ক এবং মজাদার হতে পারে, কিন্তু হার্পিস, গনোরিয়া এবং ক্রবসের মত যৌন সংক্রামিত রোগের ঝুঁকি থেকেই যায়। স্বাস্থ্যবিধি সম্পর্কিত। তাই আপনার সঙ্গীটি যদি সচেতন হন তবে তিনি নিয়মিত তার (ছেলে/মেয়ে) যৌনাঙ্গ পরিষ্কার রাখতে চাইবেন।