করোনার নতুন ঢেউ নিয়ে হু-র সতর্কতা

author-image
New Update
করোনার নতুন ঢেউ নিয়ে হু-র সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: ইউরোপে করোনার নতুন প্রকারভেদ ডেল্টা আরেকটি ধাক্কা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, টিকাদান কর্মসূচির ধীর গতির কারণে ঝুঁকি বাড়ছে।

দিনকে দিন সামাজিক যোগাযোগ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাকেও ঝুঁকির অন্যতম কারণ বলেছেন তিনি।

ব্রিটেনে নতুন করে যারা করোনায় সংক্রমিত হচ্ছেন তাদের ৯১ শতাংশই ভারতের ডেল্টা প্রকারভেদে আক্রান্ত।

প্রকারভেদটি বেশি সংক্রমণের জন্য দায়ী সেটি আগেই বলা হচ্ছিল। তখন ব্রিটেন বলেছিল এটি ৪০ থেকে ৫০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য।

এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে হলে দুটি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছে ল্যানসেট।

ল্যানসেট বলছে, শুধুমাত্র প্রথম টিকা যারা নিয়েছেন তাদের শরীরে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বেশ কম। এমনকি দুটি টিকা নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবধান বেশি হয়, সে ক্ষেত্রেও অ্যান্টিবডির প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমেছে।

ল্যানসেটের ওই গবেষণায় উঠে এসেছে, ফাইজারের প্রথম টিকা নেওয়া থাকলে করোনার আদি প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া ৭৯ শতাংশ। আলফা প্রজাতির (বি.১.১.৭) বিরুদ্ধে তা ৫০ শতাংশে নেমেছে। এই অ্যান্টিবডির প্রতিক্রিয়া ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আরও কম।





আরও খবরঃ  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7728 /  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7723
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm