নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধির উচিত দলের সভাপতি হওয়া। রাহুলকে সভাপতি দেখতে চান কংগ্রেস নেতা অশোক গেহলট! তিনি বলেন, ''গত ৩ দশকে গান্ধি পরিবারের কেউ প্রধানমন্ত্রী বা মন্ত্রী হননি। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে গান্ধি পরিবার কংগ্রেসের ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ।''