নিজস্ব সংবাদদাতাঃ আসানসোল লোকসভা আসনে উপ নির্বাচনে ব্যাপক চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রঘ্ন সিনহাকে প্রার্থী করেছেন। আর এই নিয়ে রাজ্য সরকার তথা মমতাকে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি টুইটে জানান, 'এটা ব্যাপকভাবে অনুমান করা হয়েছিল যে তৃণমূল আসানসোল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বিবেচিত দলের যুব শাখার সভাপতি সায়নী ঘোষকে প্রার্থী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু তাঁর ভাইপোকে ছোট করার জন্য, শুধু আসানসোলের জন্য নয়, বাংলার জন্য, এই আসন থেকে একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন।'