নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার খুরদার ঘটনা নিয়ে এবার সরব হল বিজেপি। রবিবার ভুবনেশ্বরে গিয়ে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, 'আহতদের অধিকাংশই মহিলা, আমরা দেখেছি বিধায়ক মদ্যপ অবস্থায় ছিলেন। পঞ্চায়েত ভোটের পর চিলিকায় চেয়ারম্যান নির্বাচন চলছিল। যেহেতু বিজেপি জিতছিল এবং বিজেডি বিধায়ক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিতে পারেনি, তাই তিনি বিজেপি কর্মীদের মারধর করেছিলেন। আর ইচ্ছা করেই গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।'