নিজস্ব সংবাদদাতাঃ উপনির্বাচন নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, উপ নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বালিগঞ্জে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। লেখেন, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনন্দের সঙ্গে ঘোষণা করা হল যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রখ্যাত অভিনেতা শ্রী শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে লোকসভা উপনির্বাচনে আমাদের প্রার্থী হবেন। এছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রখ্যাত গায়ক বাবুল সুপ্রিয় বালিগঞ্জ থেকে বিধানসভার উপ-নির্বাচনে আমাদের প্রার্থী হবেন। জয় হিন্দ, জয় বাংলা, জয় মা-মাটি-মানুষ।'