রাহুল পাসোয়ান, আসানসোল: শুক্রবার সকালে বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। সিটু নেতা বংশগোপাল চৌধুরী জানান, “লকডাউনের কারণে দীর্ঘদিন পরিবহন ব্যবস্থা বন্ধ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছিলেন ১ লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিবহন চালু হবে, কিন্তু ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অধিকাংশ বাসের মালিক বাস চালাতে রাজি হচ্ছেন না। তাদের দাবি, ভাড়া বৃদ্ধি করা এবং রাজ্য সরকার ভর্তুকি দিলে বাস চালাবে। পরিবহন বন্ধ থাকার কারণে পরিবহন শ্রমিকরা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়েছে, তাদের এককালীন সাড়ে সাত হাজার টাকা দিতে হবে।" এই দুটো দাবি নিয়ে তারা জেলাশাসক দপ্তরে জেলাশাসককে দাবি সম্বলিত স্মারকলিপি দেবেন তার মাধ্যমে মূখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি জানাবার জন্য।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7728 / https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7723
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm