নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও কোলাঘাট সহ একাধিক ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকবার দুর্নীতিসহ শ্রমিকদের পি এফ এবং এ এস আই, নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল। আজ সেই সমস্যার সমাধান করতে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি স্বয়ং তমলুকে আসেন । এখানে এসে তিনি কোর কমিটির আলোচনার মধ্য দিয়ে আবারও নতুন করে প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সম্পাদক সহ সদস্য পদ অধিকারীদের নাম প্রকাশ করেন। পূর্ব মেদিনীপুর জেলার আই টি ইউ সি এর সভাপতি-শিবনাথ সরকার, সহ-সভাপতি-আস্তিক চ্যাটার্জী ও শেখ রফিকুল হাসান, সাধারণ সম্পাদক- বিমল মাজী ও চন্দন দে সম্পাদক-সুদীপ্ত ভক্তা, নারায়ণ চন্দ্র প্রামাণিক,শেখ মেহেবুব রহমান এবং টুটুল মল্লিক। সদস্য-শেখ নুর হোসেন, শংকর নায়েক, মুস্তাক আলি, বিভাস নস্কর ,কাশীশ্বর মাইতি, সুমন কল্যাণ মিশ্র, আব্দুল মান্নান, শেখ জাহেদ, চন্দন মন্ডল, অমিতাভ ঘড়া, মনোজ হালদার, শেক নাসের। এই সমস্ত ব্যক্তি আগামী দিনে প্রাথমিকভাবে আইএনটিটিইউসি চালাবে এমনটাই সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন ঋতব্রত বাবু। এছাড়াও এই দিন তিনি জেলার সমস্ত শ্রমিকদের জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করেন। এই নাম্বার এর মধ্য দিয়ে সমস্ত শ্রমিক তাদের অসুবিধার কথা দ্রুততার সাথে রাজ্য সভাপতি ঋতব্রত বাবুর কাছে সরাসরি অভিযোগ পৌঁছাতে পারে।